পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ সুন্দরবনের হিঙ্গলগঞ্জে বিজেপির বড়োসড়ো ভাঙন। স্বরুপনগর মিনাখাঁর পর সুন্দরবনের হিঙ্গলগঞ্জে তৃণমূলে যোগদান করলেন বিজেপি কর্মীরা। হিঙ্গলগঞ্জ বিধানসভার কালিতলা গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা কর্মী মিলিয়ে প্রায় তিন শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করেন। শনিবার সকালবেলা তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কালিতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল মন্ডল, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা শিক্ষক নেতা তুষার মন্ডল। এদিন বিজেপি নেতা মনোরঞ্জন মন্ডল, রাজু জোয়াদ্দাররা মিছিল করে এসে কালীতলা প্রাইমারি স্কুলের খোলা মঞ্চে তৃণমূলে যোগদান করে।তারা বলেন, যেভাবে রাজ্য সরকার করোনা মহামারী ও সুন্দরবনের ইয়াসের বিপর্যয় মোকাবেলা করেছে। মানুষের পাশে দাঁড়িয়েছে। দুয়ারের রেশনের মতো প্রকল্প মানুষের পরিষেবা দিচ্ছে তা অস্বীকার করা যায় না।
পাশাপাশি করোনা ভ্যাকসিন বিনামূল্যে রাজ্যের সব মানুষকে দিতে দায়বদ্ধ যে সরকার, তাদের পাশে দাঁড়ানো একমাত্র আমাদের কাজ। আরও বেশি মানুষের কাজ করতে পারব। বিজেপিতে থেকে কাজ করতে পারছিনা। একুশের বিধানসভা নির্বাচনের পর জেলার ও রাজ্যের নেতারা আমাদের সঙ্গে কোন যোগাযোগ রাখছেন না। বেশিরভাগ সময় তাদের মোবাইল ব্যস্ত সুইচ বন্ধ। তাই মানুষের কাজ করতে আমরা তৃণমূলে যোগদান করলাম। আজ এই যোগদানের মধ্য দিয়ে হিঙ্গলগঞ্জ বিধানসভায় তৃণমূলের সংগঠন শক্তিশালী হল বলে মনে করেন তৃণমূল নেতৃত্ব।