নয়াদিল্লি, ২০ অক্টোবর: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ সিং কেজরিওয়ালকে তীব্র আক্রমণ করে তাঁকে হিন্দুবিরোধী বলেতোপ দাগলেন বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বাগ্গা।
ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে বাগ্গা লেখেন “হিন্দুরা দীপাবলিতে পটকা ফাটালে দূষণ হবে। অরবিন্দ কেজরিওয়াল তাদের জেলে পাঠাবেন, কিন্তু কেজরিওয়ালের মন্ত্রী হওয়ার সুবাদে কেউ যদি আতশবাজি পোড়ান তার থেকে অক্সিজেন বেরিয়ে আসবে।”
हिन्दू दिवाली पर पटाखे जलाते है तो प्रदूषण होगा, @ArvindKejriwal उन्हे जेल भेजेगा लेकिन केजरीवाल का मंत्री बनने की ख़ुशी में अगर पटाखे जलाए जाते हैं तो उसमें से ऑक्सिजन निकलेगा।केजरीवाल तुम्हारा हिन्दू विरोधी चेहरा आज फिर सामने आ गया,तुम्हे दिक़्क़त दीवाली से है पटाखो से नही pic.twitter.com/B3dHU0IZj4
— Tajinder Bagga (Modi Ka Parivar) (@TajinderBagga) October 19, 2022
ওই বিজেপি নেতা আরও বলেন “কেজরিওয়াল, আপনার হিন্দুবিরোধী চেহারা আবার উন্মোচিত হয়েছে। দীপাবলি নিয়ে আপনার সমস্যা আছে, আতশবাজি নিয়ে নয়,”তাজিন্দর পাল সিং বাগ্গা যে ভিডিও ট্যুইট করেছেন তাতে দেখা যাচ্ছে আপ সরকারের মন্ত্রী রাজ কুমার আনন্দের সমর্থকদের তার বাসভবনে আতশবাজি ফাটাচ্ছেন।
দেশের রাজধানী শহর এমনিতেই দূষণ নগরীতে পরিনত হয়েছে। এরপর আতশবাজির দাপটে আরও বাড়বে দূষণ। তাই দিল্লিতে নিষিদ্ধ করা হয়েছে আতশবাজি। বিজেপি নেতার ট্যুইট করা ভিডিওতে দেখা যাচ্ছে আপ মন্ত্রীর বাড়িতেই ফাটানো হচ্ছে বাজি।দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই ১জানুয়ারী, ২০২৩ পর্যন্ত দীপাবলি সহ রাজধানীতে সমস্ত ধরণের আতশবাজি উৎপাদন, বিক্রয় এবং ব্যবহারের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন।
বিজেপি সাংসদ পারভেশ সাহেব সিং ভার্মা বলেছেন, কেজরিওয়াল সরকার কোটি কোটি টাকা খরচ করেও শহরের দূষণ কমাতে পারেনি।”অরবিন্দ কেজরিওয়াল দূষণের নামে মিটিং এবং বিজ্ঞাপনের জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন কিন্তু তা কমেনি, বরং বেড়েছে এমনটাই দাবি বিজেপি সাংসদের।দিল্লিতে কেজরি সরকারের আতশবাজি নিষিদ্ধ করার সিন্ধান্তের বিরুদ্ধে এই ভিডিওকে হাতিয়ার করে নতুন করে আসরে নামল গেরুয়া শিবিরের নেতারা।