পুবের কলম, ওয়েব ডেস্ক: আসন্ন ইদ উপলক্ষে এবার বিধিনিষেধ কিছুটা শিথিল করল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসন। বাংলাদেশে আতঙ্ক তৈরি করেছে করোনার ডেল্টা স্ট্রেন। সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে কড়া লকডাউন। তবে প্রশাসন জানিয়েছে, আগামী ২১ জুলাই ইদ উপলক্ষে ১৫ জুলাই থেকে বাংলাদেশে স্বাস্থ্যবিধি মেনে যান চলাচল শুরু করা হবে। বাস, ট্রেন, লঞ্চ অর্ধেক আসন ফাঁকা রেখে পরিষেবা হবে। ট্রেনের টিকিট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোনও টিকেট বিক্রি হবে না। সোমবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এই তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আগামী বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকতে পারে শপিং মল ও দোকানপাট। তবে এই সময়ে সরকারি অফিস ভারচুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস।
প্রধান তথ্য অফিসার জানিয়েছেন, করোনা মহামারি বিস্তার রুখতে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার নির্দেশিকা জারি করা হয়েছে। তবে আগামী ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধিনিষেধ জারি করা হবে।