উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,নিমপীঠ : বাংলা আবাস যোজনা প্লাসের সার্ভে চলছে সারা রাজ্য জুড়ে।আর বহু মানুষ এই যোজনা থেকে বাদ পড়েছে।সেই সব মানুষের বাংলার ঘরের যোজনায় নাম তুলে দেওয়ার দাবি তুললো। শুক্রবার জয়নগর ২ নং ব্লকের নিমপীঠ বিডিও অফিসে গড়দেওয়ানি পঞ্চায়েতের কয়েক হাজার এই যোজনায় ঘর না পাওয়া মানুষ সকাল থেকে বিকাল পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা করলো। আর নতুন হাট, ঠাকুরের চক এলাকার কয়েকজন উপভোক্তা ফর্ম হাতে লাইনে দাঁড়িয়ে এদিন বলেন,২০১৮ সালে ঘর পাবার জন্য আমরা ফর্ম জমা করি সমস্ত কাগজপএ সহ। অথচ বর্তমানে ঘরের জন্য যে সার্ভে হচ্ছে তাতে আমাদের নাম নেই। তাই আমরা বিডিও অফিসে নতুনকরে ফর্ম জমা করলাম।এব্যাপারে এদিন বিডিও সৌরভ মাজি বলেন, সরকারি গাইড লাইন মেনে ড্রপ বাক্সে এই বাড়ি সংক্রান্ত যে কোনো অভিযোগ মানুষ জানাতে পারে বিডিও অফিসে।আর এদিন এই ফর্ম বিডিও অফিসে থেকে দেওয়া হয় নি। তবে যা জমা পড়েছে সেগুলো উর্ধ্বতন দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে।