পুবের কলম ওয়েবডেস্কঃ নীলরতন সরকার হাসপাতালে মর্গের ডোমপদে নিয়োগের জন্য এবার আবেদনপত্র জমা দিলেন স্নাতক, স্নাতকোত্তর এমনকি ইঞ্জিনিয়ারিংয়ের এর স্নাতকরা। খালি রয়েছে মাত্র ছটি পদ তার জন্য আবেদনপত্র জমা পড়েছে আট হাজার। এই আবেদনপত্র বাছাই করতে গিয়ে প্রথমে বিষয়টি নজরে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষের।
যে পরীক্ষার জন্য ন্যুনতম যোগ্যতা দরকার অষ্টমশ্রেণী পাশ, তারজন্য আবেদন জানিয়েছেন স্নাতক, স্নাতকোত্তর এমনকি ইঞ্জিনিয়ারিং স্নাতকরা।প্রায় ২০০ জন স্নাতক, ৫০০ জন স্নাতকোত্তর, ১০০ জন ইঞ্জিনিয়ারিং স্নাতক।
আবেদনকারীদের মধ্যে ৭৮৪ জনকে ইন্টারভিউতে ডাকা হয়েছে, যাদের মধ্যে ৮৪ জন মহিলা।রাজ্য সরকারি চতুর্থ শ্রেণীর কর্মী হিসেবেই নিয়োগ হবে এই ডোমেদের। ৭৮৪ জনের মধ্যে কিভাবে এই ছয়জনের নিয়োগ হবে তা নিয়ে চূড়ান্ত দ্বিধায় এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ।