পুবের কলম ওয়েবডেস্ক: বাংলা তথা ভারতীয় ফুটবলের নক্ষত্রপতন। চলে গেলেন আশির দশকের মোহনবাগানের সেরা উইঙ্গার বাবু মানি। একটা সময় মোহনবাগান ফুটবলে স্ট্রাইকিং জোনে শিশির ঘোষ এবং বাবু মানির নাম একসঙ্গে উচ্চারিত হতো। দুজনের যুগলবন্দিতে বহু ম্যাচে গোল পেয়েছিল মোহনবাগান। ব্যাঙ্গালোর থেকে কলকাতায় চলে এসেছিলেন বাবু মানি। কর্ণাটকের বাসিন্দা হলেও দীর্ঘদিন বাংলায় থেকে আদ্যপ্রান্ত বাঙালি হয়ে গিয়েছিলেন বাবু মানি। তার সাপের মতন এঁকেবেঁকে বিপক্ষের রক্ষণে ঢুকে পড়া এবং সেখান থেকে গোল করা অথবা গোলের পাস বাড়ানোর ক্ষেত্রে অনবদ্য ভূমিকার কথা ভোলেনি ভারতীয় ফুটবল। বেশ কিছুদিন খেলেছিলেন মহামেডান স্পোর্টিংয়েও। ইস্টবেঙ্গলেও খেলেছেন। কিন্তু তার যাবতীয় খ্যাতি এবং প্রতিপত্তি মোহনবাগানেই। ১৯৮৪ এবং ১৯৮৭ সালে ভারতের হয়ে এএফসি এশিয়ান কাপেও খেলেছিলেন তিনি। বেশ কিছুদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন বাবু মানি। অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শনিবার রাতে বাংলা তথা ভারতীয় ফুটবলকে কাঁদিয়ে চলে গেলেন দেশের সেরা উইঙ্গার বাবু মানি।