পুবের কলম ওয়েবডেস্কঃ ফরিদাবাদ মেট্রো স্টেশনে আত্মহত্যায় উদ্যত এক তরুণীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালেন কর্তব্যরত পুলিশকর্মীরা।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ৪৫ সেকেন্ডের ভিডিও। যাতে দেখা যাচ্ছে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট নাগাদ একজন মহিলা মেট্রো স্টেশনের রেলিং টপকানোর চেষ্টা করছেন। সঙ্গে সঙ্গে কর্তব্যরত পুলিশ কর্মীরা ঘটনাটি সম্পর্কে অবগত করেন তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে।
এরপর শুরু হয় ওই তরুণীটিকে বাঁচানোর প্রচেষ্টা। সাব ইন্সপেকটর ধন প্রকাশ, কনস্টেবল সরফরাজ পৌছান ঘটনাস্থলে।সিআইএসএফ জওয়ানরাও ওই তরুণীকে বোঝাতে শুরু করেন।জানা গিয়েছে কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের থেকেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। নাগাড়ে তিনি মোবাইল ফোনে কথা বলে যাচ্ছিলেন।
জানা যাচ্ছে ওই তরুণী ফরিদাবাদের সেক্টর ২৮ এর একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন।শেষ কথোকথনে ব্যস্ত রেখেই তাকে উদ্ধার করেন কনস্টেবল সরফরাজ। এরপর ওই তরুণীর পরিবারের হাতে তাকে তুলে দেওয়া হয়। পরামর্শ দেওয়া হয়েছে কাউন্সেলিং করানোর।