পুবের কলম, ওয়েবডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে। সামনেই পবিত্র বকরি ঈদ। সেই উপলক্ষে কাজের জায়গা ছেড়ে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা। শিয়ালকোট থেকে রজনপুর যাচ্ছিল বাসটি। সিন্ধু হাইওয়েতে একটি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে উলটে যায় বাসটি। বাসের একাংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বহু যাত্রীর। হাসপাতালে আনার আগেই ১৮ জনের মৃত্যু হয়। পরে সেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০। এখনও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪০ জন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, ডেরা গাজি খান এলাকায় এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে শোকপ্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার এবং অন্তর্বর্তী মন্ত্রী শেখ রশিদ। তবে শোকপ্রকাশ করলেও মৃতদের পরিবারের জন্য কোনও আর্থিক সাহায্য ঘোষণা করা হয়নি। যার জেরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে।