পুবের কলম, ওয়েবডেস্ক: ইমেইলে বোমা হামলার হুমকি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে। মঙ্গলবার আরবিআই-এর মুম্বই শাখা হুমকি ইমেল পাঠানো হয়। দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখাতেও এই হুমকি ইমেল পাঠানো হয়েছে। ‘খিলাফত ইন্ডিয়া’ নামে এক ইমেইল আইডি থেকে এই হুমকি ইমেইলগুলি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, হুমকি ইমেলে মুম্বইয়ের ১১টি ভিন্ন জায়গায় বোমা রাখার কথা বলা হয়েছে। বেসরকারি ব্যাঙ্কগুলির সঙ্গে মিলিতভাবে ভারতের ইতিহাসে সবথেকে বড় জালিয়াতি করেছে আরবিআই। ফলে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পদত্যাগ দাবি করা হয়েছে।
এদিন বেলা দেড়টায় বিস্ফোরণ ঘটবে বলে দাবি করা হয়েছিল। কিন্তু বিস্ফোরণের কোনও ঘটনা ঘটেনি। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পৌছাঁয় ঘটনাস্থলে। মুম্বই পুলিশের বোম স্কোয়াড বিভিন্ন জায়গাগুলোতে তল্লাশি চালায়। তবে, তল্লাশিতে তেমন কিছু পাওয়া যায়নি।