পুবের কলম, ওয়েবডেস্কঃ মহাকাশে এক দুর্বিষহ অবস্থায় কাটাতে হল মহাকাশচারীদের। শৌচাগার ভেঙে গিয়েছে স্পেস সেন্টারে। ২০ ঘন্টা ডায়াপার পরে এবার পৃথিবীতে ফিরছেন নভশ্চরচারীরা। বুধবার রাতের আগেই তাদের ফেরার কথা। খারাপ আবহাওয়া ও স্পেস ক্যাপসুলের মধ্যে একজনের শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ার জন্য মহাকাশযানটির ফিরতে কিছুটা দেরি হয়ে যায়।
নাসার নভশ্চর মেগান ম্যাক আর্থার জানিয়েছেন, অবস্থা আয়ত্ত্বে আনা গেছে। আমার সঙ্গে থাকা তিনজন ক্রুমেট স্পেস ক্যাপসুলে সোমবার সকাল পর্যন্ত ২০ ঘন্টা এইভাবেই ডায়াপার পরেই কাটাবে। তবে এই ধরনের অভিজ্ঞতা আমাদের আরও চ্যালেঞ্জ নিতে শেখাল। তবে আমরা আমাদের মিশন সম্পূর্ণ করার জন্য এখানে এসেছি, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। তাই এই ধরনের ঘটনা নিয়ে আমরা চিন্তিত নই।
মেগান ম্যাক আর্থারের সঙ্গে থাকা নভশ্চর থমাস পেসকেট জানিয়েছেন, গত প্রায় ছ’মাস ধরে তারা মহাকাশে রয়েছেন। মহাকাশচারীরা স্টেশনের পাওয়ার গ্রিড আপগ্রেড করতে একাধিক স্পেসওয়াক পরিচালনা করেছেন।
গত সেপ্টেম্বরে এই শৌচাগারের বিষয়টি প্রথম নজরে আসে। তবে স্পেসএক্স ক্যাপসুলের টয়লেটটি ঠিক করেছে, কিন্তু কক্ষপথে থাকাটিকে অব্যবহারযোগ্য বলে মনে করেছে।
ম্যাকআর্থার এবং পেসকুয়েটের সঙ্গে ফিরে আসছেন নাসার মহাকাশচারী শেন কিমব্রো এবং জাপানি মহাকাশচারী আকিহিকো হোশিদে। স্পেস ক্যাপসুলটি স্পেস স্টেশনে গিয়ে পৌঁছায় গত ২৩ এপ্রিল।
ক্যাপসুলটির সর্বোচ্চ মেয়াদ ২১০দিন। সেখানে মহাকাশে এই শুক্রবার পর্যন্ত তারা ১৯৬ দিন কাটিয়ে ফেলেছে। এবার নাসা যত দ্রুত সম্ভব তাদের পৃথিবীতে ফেরার নির্দেশ দিয়েছে।
তবে তাদের ফেরার পর স্পেস সেন্টারে একজন আমেরিকার ও দু’জন রাশিয়ান মহাকাশচারী থাকবেন।