ওবাইদুল্লা লস্করঃ দিনের পর দিন বেড়েই চলেছে হিংসার বাতাবরণ। দেশের নানান প্রান্ত থেকে শোনা যাচ্ছে শুধু হত্যা,অশান্তি,খুন ইত্যাদির খবর। এমন পরিস্তিতিতে হিংসার বাতাবরণকে দূরে সরিয়ে শান্তির বার্তা দিতে ডাইমন্ড হারবারের ফলতায় আয়োজিত হয় সম্প্রীতির পদযাত্রা। ফলতা জোড়া বটতলা মোড় থেকে শুরু করে সরারহাট নতুন রাস্তা পর্যন্ত এদিনের পদযাত্রা হয়। ফলতার যুব নেতা জাহাঙ্গীর খানের নেতৃত্বে এদিনের এই অনুষ্ঠান আয়োজিত হয়। বেশ কিছুদিন ধরেই অশান্ত বাংলাকে শান্ত করতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই রকম বেশ কিছু সম্প্রীতির পদযাত্রার আয়োজন করা হয়। হিন্দু মুসলিম খৃষ্টান সর্ব শেষে বিভিন্ন জাতি , ধর্ম , বর্ণের মানুষকে আহ্বান জানানো হয়। এদিনের এই সম্প্রীতির যাত্রায় উপস্থিত ছিলেন ফলতা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা যুব নেতা জাহাঙ্গীর খান, ফলতা বিধানসভার বিধায়ক শংকর কুমার নস্কর সহ প্রত্যেকটি ধর্মীয় ভাবাবেগের ধর্মগুরুরা। মূলত এদিনের এই যাত্রা থেকে হিন্দু মুসলিম ভাই ভাই এই সম্প্রীতির বার্তা দেওয়া হয়।