কৌশিক সালুই, বীরভূম: বিপুল পরিমাণে বিস্ফোরকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বীরভূমের রানীগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের মহম্মদবাজার থানা এলাকায়। ধৃত ব্যক্তিকে সিউড়ি আদালতের তোলা হলে বিচারক পুলিশি হেফাজত মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি হলেন সুনীল কেওড়া। বাড়ি পশ্চিমবঙ্গ জেলার রানীগঞ্জ থানার গির্জা পাড়ার তালপুকুর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে এদিন রাজ্য পুলিশের এসটিএফ সিউড়ির তিলপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বিস্ফোরক বোঝায় গাড়িটিকে ধাওয়া করে। মহম্মদ বাজার থানা এলাকাতেই আসতে সেটি ধরা পড়ে যায়। গাড়ি দেখেই চক্ষু চরক গাছ হয় পুলিশের। ৮১ হাজার ডিটোনেটার উদ্ধার হয় গাড়িটি থেকে। ধৃত সুনীল কেওরা তার নিজের গাড়িতে করেই নিজে চালিয়ে আসানসোল থেকে রামপুরহাট এলাকায় ওই বিস্ফোরণ গুলি পাচার করছিল।
বীরভূম জেলায় সচরাচর পাথর শিল্পাঞ্চলের পাথর খাদানে বিস্ফোরণের জন্য ওই বিস্ফোরকগুলো ব্যবহৃত হয়। পাথর শিল্পাঞ্চলে ব্যবহারের জন্য না অন্য কোন নাশকতামূলক কাজে সেগুলি পাচার হচ্ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। ধৃত ব্যক্তিকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। মহম্মদ বাজার থানার পুলিশ আধিকারিক তপাই বিশ্বাস বলেন, “ঘটনার তদন্ত করে পুরো চক্রের হদিশ করা হবে”।