পুবের কলম ওয়েবডেস্কঃ আনুষ্ঠানিক ভাবে ভারতীয় সময়ে আজ শুক্রবার বিকেলে টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। তবে তার আগেই শুরু হয়ে গিয়েছে ফুটবল, বেসবল, সফট বল,আর্চারির মত ইভেন্টগুলি।
হার দিয়ে অলিম্পিক অভিযান শুরু করল আর্জেন্টিনা ও ফ্রান্স। আজ জাপানের সাপ্পোরোতে ‘সি গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে আর্জেন্টাইনরা। টোকিওতে ‘এ’ গ্রুপের ম্যাচে মেক্সিকোর কাছে ৪-১ গোলে হেরেছে ফ্রান্স। প্রথম ম্যাচে জিততে পারেনি আর্জেন্টিনার গ্রুপ সঙ্গী স্পেনও। তারকাখচিত এক দল নিয়ে অলিম্পিকে আসা স্প্যানিশরা গোলশূন্য ড্র করেছেন মিসরের সঙ্গে।
তবে ‘ডি’ গ্রুপে দুর্দান্ত সূচনা করেছেন ব্রাজিল। ইয়োকোহামায় অলিম্পিক পুরুষ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়নরা জার্মানির বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে যায় ৩-০ গোলে। ৩০ মিনিটের মধ্যেই ৩ গোল পেয়ে যায় ব্রাজিল। ৩টি গোলই ফরোয়ার্ড রিচার্লিসনের।
ব্রাজিলের চতুর্থ গোলটি মিডফিল্ডার পাওলিনিওর।
ব্রাজিলের চতুর্থ গোলটি মিডফিল্ডার পাওলিনিওর।
ব্রাজিলিয়ানরা ম্যাচটি জিতেছে ৪-২ গোলে। জার্মানরা অবশ্য ভয় পাইয়ে দিয়েছিল ব্রাজিলকে। ৫৭ ও ৮৪ মিনিটে নাদিম আমিরি ও রাগনার আচের গোলে ব্যবধানটা ৩-২-এ নামিয়ে আনে জার্মানি। তবে ৬৩ মিনিট থেকে ১০ জন নিয়ে খেলা দলটি সমতা ফেরাতে পারেনি, উল্টো যোগ করা সময়ের পঞ্চম মিনিটে খেয়ে বসে চতুর্থ গোল। পাওলিনিও করেন শেষ গোলটি।