পুবের কলম, ওয়েবডেস্কঃ সউদি আরব ও ইরানের বিদেশমন্ত্রীরা রমযানের শুরুতে ফোনে কথা বলেছেন এবং তারা একটি যুগান্তকারী দ্বিপাক্ষিক পুনর্মিলন চুক্তি বাস্তবায়নের জন্য শীঘ্রই সাক্ষাতের অঙ্গীকার করেছেন। বৃহস্পতিবার দুই বিদেশমন্ত্রী এই ফোনালাপ করেন। সউদি বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ানকে ফোন করেন এবং তারা উভয়ে পবিত্র রমযান মাস উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। দুই মন্ত্রী দুই দেশের মধ্যে দূতাবাস ও কনস্যুলেট পুনরায় খোলার পথ প্রশস্ত করার জন্য একটি দ্বিপাক্ষিক বৈঠকে সম্মত হয়েছেন। সউদি আরব ও ইরানের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সাত বছর পর মন্ত্রীদের এ প্রত্যাশিত বৈঠকটি হতে যাচ্ছে। চিনের চমকপ্রদ মধ্যস্থতায় ১০ মার্চ সম্পর্ক পুনরুদ্ধারের ঘোষণার পরবর্তী পদক্ষেপ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হবে।