পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ ছড়িয়ে পড়ার ফলে ভারতে থেকে টি২০ বিশ্বকাপ সরিয়ে নিল আইসিসি। এবারে আইসিসির কুড়িবিশের বিশ্বকাপ আয়োজিত হবে মধ্যপ্রাচ্যের দুই দেশ সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে। সেখানে বিশ্বকাপ হওয়ায় পাকিস্তানের শিরোপা জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেল বলে মনে করছেন পাকিস্তানের নামজাদা ক্রিকেটাররা। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমান বাট ও উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল মনে করেন– ভারত থেকে এবারের বিশ্বকাপ সরে যাওয়ায় পাকিস্তানের শিরোপা জয়ের সম্ভাবনা অনেক বেড়ে গেল।
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে টিম পাকিস্তান নিজেদের হোম ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীতে খেলে আসছে। বিশ্বকাপের মূল পর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হবে আমিরশাহীতে। অন্যান্য দেশের জন্য মরুর দেশটির মাঠ বা উইকেট খানিক অচেনা হলেও– পাকিস্তানের কাছে তা যথেষ্ট পরিচিত। এছাড়া পাকিস্তানের ক্রিকেটাররা কিছুদিন আগেই মরুশহরে পিএসএল খেলেছেন।
এ কারণে ২০০৯ সালের টি২০ বিশ্বকাপ জেতা পাকিস্তান এবারেও ট্রফি জিতবে বলে জানালেন সলমান বাট। এ বিষয়ে বাট বলেন– ’বিশ্বকাপের আগে আইপিএল হবে আরব আমিরশাহীতে। তাই ভারতীয় ও অন্যান্য শীর্ষস্থানীয় খেলোয়াড়রা সেখানকার ধারণা পেয়ে যাবে। তবে পাকিস্তান আরব আমিরশাহীতে প্রচুর খেলেছে। স্পিনারদের নিয়ে পাকিস্তানের জন্য ভালো সুযোগ আছে। আবুধাবির মত উইকেট পেলে পেসাররাও ব্যাটসম্যানদের বিপাকে ফেলবে। হয়তো আমরাই এবার শিরোপা জিতবো।’ অন্যদিকে– কামরান আকমল বলেন– ’পাকিস্তান এই বিশ্বকাপে বাড়তি সুবিধা পাবে। গত ৯- ১০ বছরে আমরা সেখানে প্রচুর ক্রিকেট খেলেছি। এই কন্ডিশনে তাই পাকিস্তানই সবচেয়ে অভিজ্ঞ দল।’