মস্কো, ১৫ জুন: রাশিয়ার সম্পদ দখল করায় পশ্চিমাদের কড়া হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সম্পদ দখলকে ‘চুরি’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। এরপরই হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেছেন, ‘এর পরিণতি ভুগতে হবে।’ রুশ বিদেশ মন্ত্রণালয়ের আধিকারিকদের সঙ্গে বৈঠকে এমনই মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।
ইতালিতে শুরু হয়েছে জি সেভেনের (G7) শীর্ষ নেতাদের বার্ষিক সম্মেলন। গতকাল বৃহস্পতিবার প্রথম দিনের আলোচনার মূল বিষয় ছিল ইউক্রেন ইস্যু। সম্মেলনের প্রথম দিনে জি সেভেন নেতারা ইউক্রেনকে এবছর ৫০ বিলিয়ন ডলার ঋণ দিতে একমত হয়েছেন। এক্ষেত্রে রাশিয়ার জব্দ করা সম্পদকে জামানত হিসেবে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বিশ্ব নেতারা। রুশ বিদেশ মন্ত্রণালয়ের আধিকারিকদের সঙ্গে বৈঠকে পুতিন সতর্ক করে বলেন, “পশ্চিমারা মস্কোর সঙ্গে যেমন আচরণ করেছে তাতে দেখা যাচ্ছে ‘যে কেউ’ তাদের পরবর্তী শিকার হতে পারে। একইভাবে তাদের সম্পদ জব্দ করা হতে পারে।”
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর পর প্রায় ৩২৫ বিলিয়ন ডলারের রুশ সম্পদ জব্দ করে পশ্চিমারা। আন্তর্জাতিক বাজার থেকে একটি ঋণ গ্রহণ করে প্রতি বছর ইউক্রেনকে ৫ হাজার কোটি ডলার দেবে জি-৭। ঋণের কিস্তি হিসেবে রুশ সম্পদের সুদ থেকে প্রতি বছর ৩ বিলিয়ন করে পরিশোধ করা হবে।