আইভি আদক, হাওড়া: কয়েকদিন ধরেই চলছিল বেলুড় ফাঁড়ি (ব্যারাকের) সংস্কারের কাজ। তারই মধ্যে সোমবার সকালে এক ট্রাফিক গার্ডের কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘটনা ঘটল। তিনি গোলাবাড়ি ট্রাফিক গার্ডে পোস্টিং ছিলেন। বেলুড় থানার পুলিশ সূত্রে জানা গেছে, সনাতন ঘোষ (৫৩) নামের ওই কনস্টেবল গোলাবাড়ি ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন। পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা। এদিন পুলিশ এসে দেখে ‘মৃত’ অবস্থায় তিনি মাটিতে পড়ে রয়েছেন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, বিছানা থেকে নামতে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন। ওইভাবেই মাটিতে পড়েছিলেন তিনি। মৃতের সহকর্মীদের থেকে পুলিশ জানতে পেরেছে এর আগেও দু’বার সনাতনবাবু হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে সম্পূর্ণ ঘটনা তদন্ত করে দেখছে বেলুড় থানার পুলিশ।