পুবের কলম ওয়েব ডেস্ক: কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় হাঁটতে হাঁটতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হল এক প্রৌঢ়র। মৃত্যু কালে বয়স হয়েছিল ৭৫। মহারাষ্ট্রের নান্দেদে মঙ্গলবার ঘটনাটি ঘটে। মৃতার নাম কৃষ্ণ কুমার পাণ্ডে। কংগ্রেস সেবা দলের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
রাহুলের ‘ভারত জোড়ো’ যাত্রা সোমবার রাতে মহারাষ্ট্রে প্রবেশ করেছে। যাত্রার ৬২ তম দিনের শুরুতে জাতীয় পতাকা হাতে রাহুল গান্ধী, দিগ্বিজয় সিং, জয়রাম রমেশেদের সঙ্গে হাঁটছিলেন কৃষ্ণকুমার। সেখানে বেশ কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। অন্য একজনের হাতে জাতীয় পতাকা ধরিয়ে দিয়ে ঘটনাস্থলেই দাঁড়িয়ে পড়েন সেবাদলের সাধারণ সম্পাদক। কিছুক্ষন পর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। তড়িঘড়ি করে নিকটবর্তী হাসপাতাল নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস নেতা রাহুল গান্ধী কৃষ্ণ কুমারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। বলেছেন, এই ঘটনা ‘ভীষণই বেদনাদায়ক। ওঁনার প্রিয়জনদের সমবেদনা জানাই।’