পুবের কলম প্রতিবেদক: রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থানায় বিজেপি বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মা, নবীন জিন্দল এবং সংবাদ সঞ্চালিকা নবীকা কুমারদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। প্রাবন্ধিক মাওলানা মুহাম্মাদ আবদুল মোমেনের নেতৃত্বে পাঁচ জনের প্রতিনিধি দল থানায় গিয়ে থানার অফিসার ইনচার্জ প্রদীপ পালের সঙ্গে সাক্ষাৎ করে গণস্বাক্ষরিত অভিযোগপত্রটি জমা দেন।
এদিন অভিযোগ দায়ের করার আগে স্থানীয় খোন্নেরপোল ফুটবল ময়দানে এক প্রতিবাদ সভা করা হয়। সভায় বক্তব্য রাখেন মাওলানা আবদুল মোমেন, বিশিষ্ট সংখ্যালঘু নেতা হাফেজ আজিজুদ্দিন, হাইকোর্টের আইনজীবী আসফাক আহমেদ, ইব্রাহিম মোল্লা, মাওলানা আবুল কাশেম, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে নূপুর শর্মা, নবীন জিন্দল ও নবীকা কুমারের দ্রুত গ্রেফতার দাবি তোলেন। নূপুর শর্মাদের গ্রেফতার না করে দেশের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি আরও ঘোরতর করে তোলার ষড়যন্ত্র করছে বিজেপি সরকার।
সুতরাং দেশের সুষ্ঠু শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত গ্রেফতারের প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন।
ওই সভা থেকে আওয়াজ ওঠে সকলের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হবে। পুলিশের তরফ থেকে মাত্র তিন জনের অনুমতি থাকায় পাঁচ থানায় উপস্থিত হলেও সাক্ষাৎ করেন। অন্যান্য সঙ্গে উপস্থিত ছিলেন ইব্রাহিম মোল্লা, আহমাদুল্লাহ মোল্লা, জাহাঙ্গীর মোল্লা, তৈয়বুর রহমান।