পুবের কলম, ওয়েবডেস্ক: নবী সা. সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জেরে তোলপাড় গোটা বিশ্ব। এবার সাসপেন্ড হওয়া বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে এক মুসলিম প্রতিনিধি দল মহারাষ্ট্রের থানে থানায় অভিযোগ দায়ের করল। বৃহস্পতিবার ওই মুসলিম প্রতিনিধি দল নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করে বলে এক আধিকারিক জানিয়েছেন।
মঙ্গলবার অল ইন্ডিয়া প্রোগ্রেসিভ মুসলিম ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে মহারাষ্ট্রের থানের অম্বরনাথ থানায় অভিযোগ দায়ের করা হয়। গত ২৮ মে মুম্বইয়ের পায়োধোনি থানাতেও নূপুর শর্মার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছে।
কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কোনও এফআইআর নথিভুক্ত করেনি। সেই সঙ্গে এফআইআর-এর সঙ্গে যুক্ত অভিযোগের তদন্ত শুরু করেনি বলে এক সরকারি আধিকারিক জানিয়েছেন।
সম্প্রতি মুম্বইয়ের থানে পুলিশ স্টেশন থেকে নূপুর শর্মার বিরুদ্ধে এক সমন জারি করে তাকে ডেকে পাঠানো হয়েছে। সেই নির্দেশ মতো ২২ জুন নূপুর শর্মার বয়ান রেকর্ড করা হবে।
নবী সা. এর সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য বিজেপির সাসপেন্ড হওয়া নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। এই পরিস্থিতিতে চাপে পড়ে রবিবার নূপুর শর্মাকে দল থেকে বহিষ্কার করতে বাধ্য হয় বিজেপি। সেই সঙ্গে দিল্লি ইউনিটের বিজেপির মিডিয়া প্রধান নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করা হয়।
নবী সা. অবমাননায় সরব হয়েছে পেশাদার সাংবাদিকদের সর্বোচ্চ সংস্থা ‘এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া’। গিল্ডের তরফে বলা হয়, কিছু জাতীয় পর্যায়ের সংবাদমাধ্যম ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণ করছে। ধর্মীয় বিশ্বাসের প্রতি ঘৃণা ছড়িয়ে ইচ্ছাকৃতভাবে তারা একটি পারস্পরিক বিদ্বেষ তৈরি করছে।