পুবের কলম ওয়েবডেস্কঃ অতীতে আন্তর্জাতিক ক্রীতদাস ব্যবসায় যুক্ত ছিলেন নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের গভর্নররা। অর্থের বিনিময়ে মানুষ কেনাবেচা করতেন তারা। মানবাধিকারকে পদদলিত করা দেশের সেই বর্ণবাদী ইতিহাসের কথা স্মরণ করেছেন আমস্টারডামের বর্তমান মেয়র ফেমকে হালসেমা। বলেছেন– ক্রীতদাস ব্যবসায় আমস্টারডামের প্রাক্তন গভর্নরদের ভূমিকা ছিল এবং এখন সেই কালো ইতিহাসের মুখোমুখি হওয়ার সময় এসেছে। এর আগেও শহরের গভর্নরদের নিয়ে তর্ক ও সমালোচনা জারি ছিল। তবে মার্কিন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড বর্ণবাদী হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই আমস্টারডামের অতীত ঘাঁটতে শুরু করেছেন অনেকে। শহরের মেয়র ফেমকের কথায়– ’ঔপনিবেশিক দাস প্রথার অন্যায়গুলিকে আমাদের শহরের চেনা দরকার। একটি বড় হৃদয় নিয়ে শর্তহীন স্বীকৃতি দিতে হবে অতীতকে।’ তবে যারা এখনও অতীতের যন্ত্রণাদায়ক স্মৃতির বোঝা বয়ে নিয়ে চলেছেন তাদেরকে আশ্বস্ত করে ক্ষমাপ্রার্থনা করেন মেয়র। তবে তিনি এটাও বলেন– ’আজ যারা বেঁচে রয়েছে অতীতের জন্য তাদের দোষারোপ করা যায় না।’ ডাচ সরকার এর আগেও দেশের পূর্ববর্তী দাস প্রথার বিষয়ে দুঃখ প্রকাশ করেছে– কবে কখনও আনুষ্ঠানিক ক্ষমা চায়নি। প্রধানমন্ত্রী মার্ক রুট বিগত বছর বলেছিলেন– এ ধরণের ক্ষমা চাইলে সমাজে বিভাজন দেখা দিতে পারে। তবে সম্প্রতি একটি স্বাধীন কমিশন রিপোর্ট প্রকাশ করে জানায়– কেন্দ্রীয় সরকার ক্ষমা চাইলে মানুষের কষ্ট কিছুটা কমবে।