পুবের কলম, ওয়েবডেস্ক: বিধানসভায় স্মারক ভবন উদ্বোধন অনুষ্ঠান থেকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ৫২টি দেশ এবার আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠানে অংশ নেবে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকবেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান। উপস্থিত থাকবেন সৌরভ গাঙ্গুলি। ২২ ডিসেম্বর পর্যন্ত চলচ্চিত্র উৎসব চলবে। বিজেপি বিধায়কদেরও আমন্ত্রণ জানানো হবে।
এদিন বিধানসভায় স্মারক ভবন উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজ এই অনুষ্ঠানে বিরোধীরা আসলে আরও ভালো লাগত। ঐতিহাসিক দিনের সাক্ষী থাকতে পারতেন তারা। এদিন মমতা বলেন, গণতন্ত্রের বীজ বপণে বিধানসভার প্রত্যেককে ভালোবাসা।