পুবের কলম প্রতিবেদক: নবী মুহাম্মদ সা. সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে আগেই কলকাতার নারকেলডাঙা থানার সমন পেয়েছিলেন বিজেপির সাসপেন্ডেড মুখপাত্র নূপুর শর্মা। এবার আরও একটি থানার তরফ থেকে সমন গেল ওই সাসপেন্ডেড বিজেপি নেত্রীর কাছে। জানা গিয়েছে, কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানার তরফে নূপুর শর্মাকে সমন পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, নূপুর শর্মাকে আমহার্স্ট স্ট্রিট থানার তদন্তকারী অফিসারদের কাছে হাজিরা দিতে বলা হয়েছে।
থানা সূত্রে খবর, তিনি সম্প্রতি যে অবমাননাকর মন্তব্য করেছেন তা নিয়ে আমহার্স্ট থানায় একটি মামলা হয়েছে। তার ভিত্তিতেই নূপুর শর্মাকে তলব করা হয়েছে। বিজেপির মুখপাত্র নূপুর শর্মাকে আগামী ২৫ জুন থানায় হাজিরা দিতে বলে হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ২০ তারিখ নূপুরকে তলব করেছিল নারকেলডাঙা থানা। তিনি অবশ্য সেদিন হাজিরা দেননি। এ নিয়ে নূপুর শর্মা একটি ইমেল করেন, তাতে তিনি চার সপ্তাহ সময় চেয়েছিলেন। বর্তমানে প্রাণের আশংকা রয়েছে বলে দাবি করেন নূপুর শর্মা। তবে চার সপ্তাহ সময় দেবে নাকি ফের নারকেলডাঙা থানার অফিসাররা তাঁকে তলব করবেন তা জানা যায়নি। এরই মধ্যে কলকাতার আর একটি থানা তলব করল নূপুরকে।