পুবের কলম ওয়েব ডেস্ক: সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ । অভিযুক্ত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ । জানা যায় মেমারী সহ অন্যান্য এলাকার বহু মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা নেয় । রাজ্যপাল শংসা পত্র দিয়েছে বলে দাবি প্রতারকদের । মেমারী থানার অন্তর্গত এক বাসিন্দা জানান তার কাছ থেকেও লক্ষাধিক টাকা দাবি করা হয় সরকারি চাকরি করে দেওয়া হবে বলে । তারপরে কিছু প্রশিক্ষণ ও দেওয়া হয় তাদের । কিন্তু কোনো চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ । অভিযুক্তদের পালসিট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ । প্রতারকদের শাস্তির দাবি জানিয়েছেন প্রতারিতরা ।