আইভি আদক, হাওড়াঃ হাওড়া খড়গপুর শাখায় সাঁতরাগাছি স্টেশনে হকারদের মারধরের প্রতিবাদে রামরাজাতলা স্টেশনে হকারদের বিক্ষোভের জের। প্রায় পৌনে দু’ঘণ্টা রেল অবরোধ থাকার পর এই মুহূর্তে অবরোধ উঠে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
দক্ষিণ-পূর্ব রেলের রামরাজাতলা স্টেশনে রেল অবরোধের জেরে উত্তেজনা। বৃহস্পতিবার রাতে হকাররা হাওড়ার রামরাজাতলা স্টেশনে রেল অবরোধ করেন। তাদের অভিযোগ, প্রত্যেক হকারের কাছ থেকে মাসে মোটা টাকা তোলা নেওয়া হচ্ছে। টাকা না দিলেই জুটছে মার। হকারি করতে গিয়ে আরপিএফ হেনস্থা করছে বলে অভিযোগ।
এদিন আটক এক হকারকে ছাড়াতে গেলে সাঁতরাগাছিতে অন্যান্য হকারদের কপালে জোটে বেধড়ক মার। এমনই অভিযোগ রেলের হকারদের। আরপিএফের জুলুম বন্ধ করতে হবে এই দাবি নিয়ে এদিন অবরোধ হয়। রেল লাইনের উপরেই বসে পড়েন হকাররা। এর জেরে রামরাজাতলা স্টেশনে আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
হকারদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তাদের হেনস্থা করা হচ্ছে। আর্থিক জরিমানা করা হচ্ছে। আটক করা হচ্ছে। হকারদের উপর অত্যাচারের প্রতিবাদেই এদিন রামরাজাতলায় ট্রেন অবরোধ করে রেল হকার সংগঠন। পরিস্থিতি সামাল দিতে আরপিএফ ঘটনাস্থলে পৌঁছায়। অবরোধের জেরে লোকাল ও দুরপাল্লার ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। প্রসঙ্গতঃ,
হাওড়ার সাঁতরাগাছি স্টেশন চত্বরে আরপিএফের লাঠিচার্জে হকারের মাথা ফাটার অভিযোগ ওঠে। ‘জাতীয় বাংলা সম্মেলন’ রেল হকারদের সংগঠন সূত্রে জানা গেছে, সাঁতরাগাছি স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে হকারির কারণে কয়েকজন হকার ছিলেন। অভিযোগ, তাদের সেখান থেকে হটাতে আরপিএফ বেধড়ক মারধর করে।
একজনকে আটক করে নিয়ে যায় তাদের অফিসে।এই খবর পেয়ে সংগঠনের কর্মীরা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। অভিযোগ সেই বিক্ষোভের জেরে আরপিএফ সেখানে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটাবার চেষ্টা করে। তাতে মাথা ফাটে এক হকারের। তবে, আরপিএফ এর পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে জানানো হয় বেআইনিভাবে স্টেশনে হকারি চলছিল। এতে বাধা দেওয়া হয়। পড়ে গিয়ে মাথা ফেটে যায় একজনের।