পুবের কলম, ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশ ও বিহারে সম্প্রতি দেখা গিয়েছিল এক মর্মান্তিক ছবি। নদীর ধারে ধারে সারি দিয়ে পড়ে মৃতদেহ। সেগুলি আবার বালির উপরে গেরুয়া কাপড়ে ঢাকা। বর্ষার মরশুম আসতেই বালি থেকে বেরিয়ে পড়ল সেই সব মৃতদেহ। যাদের কারও কারও মুখে আবার লাগানো রয়েছে অক্সিজেন মাস্ক। কোথাও আবার গ্লাভসে ঢাকা হাত।
উত্তরপ্রদেশের ইলাহাবাদে বর্ষায় গঙ্গার জলস্তর বাড়তেই ভেসে উঠেছে একের পর এক দেহ। গত ২৪ ঘণ্টায় ৪০টি দেহ অন্তত একের পর এক ভেসে উঠতে দেখা গিয়েছে। সংবাদমাধ্যমে সেই ছবি ধরা পড়তেই সেখান থেকে দেহগুলিকে সরানোর চেষ্টা শুরু করে দেয় প্রশাসন। আসলে বালি দিয়ে এতদিন দেহগুলি বেশ ভালোই চাপা পড়েছিল। কিন্তু বর্ষা আসতেই বিপত্তি বাড়ে। বর্ষার জলে বালি সরতেই সেই দেহগুলি দেখা যেতে থাকে। খবর পেয়েই ঘাটে ছুটে যান পুরপ্রশাসনের কর্মীরা। তড়িঘড়ি দেহগুলিকে সৎকার করার ব্যবস্থাও করেন তাঁরা।