‘
পুবের কলম ওয়েবডেস্ক: বিজেপির দাবি মেনে গুজরাতে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালে দিল্লিতে আপ সরকারের দুই মন্ত্রী মণীশ শিশোদিয়া এবং সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে থাকা সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হবে। এমন বিষ্ফোরক দাবি করলেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেজরির দাবি সিসোদিয়াকে আপ ছেড়ে প্রথমে দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু মণীশ সিসোদিয়া সবিনয়ে সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর সরাসরি কেজরিওয়ালের সঙ্গে যোগাযগ করে গেরুয়া শিবির।
কেজরির কথায় ওঁরা বলছে “ তুমি গুজরাত ছাড়ো, যদি আপ গুজরাতে না লড়ে তাহলে মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈনের ওপর থেকে সমস্ত চার্জ তুলে নেওয়া হবে।’’ বিজেপির কোন শীর্ষ নেতা এই হেন প্রস্তাব দিয়েছে তার নাম অবশ্য জানাতে অস্বীকার করেছেন অরবিন্দ কেজরিওয়াল।
তবে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশের কথায় গেরুয়া শিবির যে গুজরাতে কেজরির উপস্থিতি পছন্দ করছে না সেই কথা দিনের আলোর মত স্পষ্ট। তাই বারংবার তারা দিল্লিতে দমবন্ধ করা দূষণের ইস্যুকে সামনে আনছে। বলা হচ্ছে এই রকম একটা সময়ে মুখ্যমন্ত্রী দিল্লিতে ভোটপ্রচারে ব্যস্ত।