পুবের কলম ওয়েবডেস্কঃ অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলতি বছরের মে মাসে গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করছিল কেন্দ্র সরকার। এই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর গমের আটা (আটা) এবং অন্যান্য পণ্য যেমন ময়দা, সুজি (রাভা/সির্গি), লাগাম ছাড়া রফতানি হতে শুরু করেছে। আটা ও ময়দার অভ্যন্তরীণ চাহিদা ঠিক রাখতে ও লাগামছাড়া রফতানি রুখতে বিদেশে আটা, ময়দা ইত্যাদির রফতানিও বন্ধ করা হতে পারে।
তবে ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি) এর একটি বিজ্ঞপ্তি অনুসারে , এই নিয়মটি চলতি মাসের ১২ তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে কার্যকর হতে পারে। । 6 জুলাই জারি করা ডিজিএফটি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, বিশেষ বিশেষ পরিস্থিতিতে তে রফতানির ক্ষেত্রে গম সংক্রান্ত কমিটি থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
ওয়াকিফহাল সূত্রে খবর, দেশের অভ্যন্তরীণ বাজার ঠিক রাখতেই এমনটা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। ঘরোয়া বাজারে আটা,ময়দার দাম নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত।
রফতানিকারক সূত্রে খবর, চলতি বছরের মে মাসে গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি হওয়ার পর আটার রফতানি বৃদ্ধি পেয়েছে।
বাণিজ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ভারত ২০২২ সালের এপ্রিল মাসে ৩১৪ কোটি টাকার ৯৫,০৯৪ টন আটা রপ্তানি করেছে। সমানভাবে ২০২১-২২ আর্থিক বছরে, ভারত মোট ৫.৬৬ লক্ষ টন আটা রফতানি করেছিল, যার মূল্য ছিল প্রায় ১,৮৪২ কোটি টাকা।