পুনে: পুনে স্টেশন থেকেই এক কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ ওঠে আটজনের বিরুদ্ধে। পরিবারের তরফ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হলে পুনে পুলিশ তদন্তে নেমে ওই কিশোরী অপরহরণ এবং ধর্ষণে অভিযুক্ত আট জনকে গ্রেফতার করে । ধৃতদের মধ্যে পশ্চিম রেলের দুই কর্মীও রয়েছেন। বাকিরা স্থানীয় রিকশা চালক। পুলিশ সূত্রে খবর,বাড়ি থেকে বেরিয়ে পুনে স্টেশন গিয়েছিল সেই কিশোরী। সেই সময় এক অভিযুক্ত উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাকে ভুল পথে চালনা করে। এমনকি আর রাতে কোনও ট্রেন নেই বলে কিশোরীর সামনে রটিয়ে দিয়ে, তাকে প্রস্তাব দেয় অভিযুক্তের সঙ্গে যেতে। কিশোরী সেই প্রস্তাবে রাজি হলে তখনই তাকে অপহরণ করে শহরের একাধিক জায়গায় ঘুরিয়ে ধর্ষণ করা হয়।‘ যদিও এখনও জানা যায়নি কেন বাড়ি থেকে এভাবে বেরিয়ে গিয়েছিল নিগৃহীতা। পরিবার সূত্রে খবর, কোনও এক বন্ধুর সঙ্গে দেখা করতেই রাতে বাড়ি ছাড়ে সে।বর্তমানে নির্যাতিতা কিশোরী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।