পুবের কলম ওয়েবডেস্কঃ ইসলামিক আমিরাত অফ আফগানিস্তানের একজন মন্ত্রী অভিযোগ করে বলেছেন, মানবাধিকার রক্ষার নামে আন্তর্জাতিক সম্প্রদায় আসলে আফগান নারীদের মর্যাদা ক্ষুন্ন করার বা তাদের অপমানের চেষ্টা চালাচ্ছে। এর মাধ্যমে পশ্চিমা বিশ্বের ‘দ্বৈত নীতিকে’ আক্রমণ করেন তালিবানের নীতি-নৈতিকতা বিষয়ক মন্ত্রী মুহাম্মদ খালিদ হানাফি। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ ফারিয়াবের এক সমাবেশে বক্তৃতাকালে হানাফি অভিযোগ করেন, ‘তালিবানের দ্বারা নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারাই আফগান নারীদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।’
তিনি বলেন, ‘বিশ্ব আমাদের বোনদের মর্যাদা লঙ্ঘন করতে চায় এবং তাদের প্রকাশ্যে আনতে চায়। এটা কী ধরনের অধিকার? আন্তর্জাতিক সম্প্রদায় চায় ছেলে ও মেয়ে একই সঙ্গে বসুক। কিন্তু আমাদের জাতি বা আমাদের বিশ্বাস ও ধর্ম এটি সমর্থন করে না। আমাদের মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন ও আমাদের নবী মুহাম্মদ (সা.) এটি অনুমোদন করেন না।’
মানবাধিকার গোষ্ঠীগুলোর প্রতি অভিযোগ এনে তিনি বলেন, ‘আমাদের ভাই, মা-বোন শহিদ হচ্ছে, স্কুলে বোমা হামলা হচ্ছে, মসজিদে বোমাবর্ষণ করা হচ্ছে, সেমিনারে- সম্মেলনে বোমাবর্ষণ করা হচ্ছে, মানবাধিকার তখন কোথায়? আমাদের আলেম ও মুজাহিদদের আটক করে যখন তাদের ওপর কুকুর লেলিয়ে দেওয়া হয়েছিল, তখন মানবাধিকার কোথায় ছিল?’ বক্তৃতায় তালিবান মন্ত্রী হানাফি ইসলামি আমিরাতের আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও বেশি ন্যায়নিষ্ঠ ও কর্তব্যপরায়ণ হওয়ার আহ্বান জানান। তিনি সবাইকে শরিয়াভিত্তিক জীবন যাপন করার আহ্বান জানান। সামরিক পদে অপ্রাপ্তবয়স্কদের নিয়োগ আটকানোর ডাক দেন।