পুবের কলম প্রতিবেদকঃ আগামী ২৮ জুলাই থেকে শুরু হবে আলিয়া বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া। অনলাইনে আবেদন সহ ডকুমেন্ট আপলোড, সমস্ত প্রক্রিয়াই হবে ইন্টারনেটে। স্নাতক– এমবিএ– নার্সিং– বিটেক– বিসিএ-এ কোর্সের ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে। ভর্তির ক্ষেত্রে কোনও অফলাইন ব্যবস্থা থাকছে না বলে জানিয়েছে আলিয়া কর্তৃপক্ষ। অনলাইনে ভর্তির ফর্ম জমা দেওয়ার শেষ তারিূ ১২ আগস্ট। সাধারণ স্নাতকের কোর্সগুলি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এবার আলিয়ায় স্নাতক ও স্নাতক স্তরের সাধারণ ডিগ্রির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিয়মানুসারে বিটেক অথবা টেকনিক্যাল কোর্সের ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি নেবে কর্তৃপক্ষ। আলিয়া বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে মোট ৪৯ টি কোর্স। রয়েছে ২৩ টি ডিপার্টমেন্ট– ২৪টি স্নাতক কোর্স– ২৫টি স্নাতকোত্তর কোর্স।
এর মধ্যে বিটেক– বিসিএ– ল্যাটারাল এন্ট্রি কোর্স এবং নার্সিংয়ে ভর্তির আবেদনের পর প্রবেশিকা পরীক্ষা হবে। জেনারেল কোর্স এবং এমবিএ’তে ভর্তির ক্ষেত্রে কোনও প্রবেশিকা পরীক্ষা হবে না। নম্বরের ভিত্তিতেই ভর্তি নেওয়া হবে। বিটেক– ল্যাটারাল বিটেক– বিসিএ এবং নার্সিংয়ের ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা হবে। এই পরীক্ষার জন্য ২০ জুলাই অ্যাডমিট দেওয়া হবে। পরীক্ষা নেওয়া হবে ২৮ আগস্ট। প্রবেশিকার বিষয়গুলি ছাড়া অন্যান্য মেধা তালিকা প্রকাশিত হবে ৩১ আগস্ট।
তবে এ বছর করোনা পরিস্থিতির জন্য ভর্তির আবেদনে কোনও ফি লাগবে না বলে আলোচনা হয়েছে। দু’একদিনের মধ্যেই ভর্তির ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কীভাবে ভর্তি হবে– কারা আবেদনের সুবিধা পাবে– কবে থেকে ক্লাস চালু হবে সেই নিয়ে পুবের কলমের দফতরে বিভিন্ন জিজ্ঞাসা শুরু করেছিলেন আলিয়ার পডYয়ারা। আলিয়া বিশ্ববিদ্যালয় ভর্তির বিষয়ের আলোচনাগুলি জানানোর ফলে খুশি আবেদনকারী ও অভিভাবকরা।