পুবের কলম, ওয়েবডেস্ক: আর পাঁচজন বাবার মতোই মেয়ের সাফল্যে গর্বিত হলেন বলিউড অভিনেতা আমির খান। শনিবার মুম্বইতে ‘১০তম সিএসআর জার্নাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ পুরস্কার পেয়েছেন বলি অভিনেতা আমির কন্যা ইরা খান। মেয়ের অনুপ্রেরণামূলক যুব পুরস্কারে গর্বিত আমির। মেয়েকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। উপস্থিত ছিলেন ইরার হবু স্বামী নূপুর শিখরে। মুম্বইয়ের ওই অনুষ্ঠানে প্রাক্তন স্ত্রী রীনা দত্তের সঙ্গে মেয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এদিন সম্মান জানান আমির খানকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
একটি অলাভজনক সংস্থা আগাতসু ফাউন্ডেশনের সিইও এবং প্রতিষ্ঠাতা আমির কন্যা ইরা। সংস্থাটি মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার উপর কাজ করে। ‘১০তম যুব পুরস্কার’ হাতে পাওয়ার পরই নিজের সোশ্যাল সাইটে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরা। নিজের একটি সেলফি শেয়ার করে ইরা বলেছেন, “সিএসআর জার্নালকে ধন্যবাদ, আমাকে এই সম্মান দেওয়ার জন্য। আমার সঙ্গে এই যাত্রায় থাকার জন্য আমার পুরো টিমকে ধন্যবাদ। আপনারা না থাকলে এই কাজ সম্ভব হত না।”
প্রসঙ্গত, প্রায় ছয় বছর আগে ক্লিনিকাল ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার পর, ইরা খান সোশ্যাল মিডিয়ায় তার সংগ্রামের কথা বলেছিলেন। আমির-রীনার বিবাহবিচ্ছেদ ইরাকে মানসিক ভাবে বির্পযস্ত করে তুলেছিল। তখনই ইরা আগাতসু ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।