পুবের কলম, ওয়েবডেস্ক: কলেজছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। দেবীপুর থেকে মেমারি থানার পুলিশ অভিযুক্ত সত্যম দে কে গ্রেফতার করে। কিন্তু এই ঘটনার পিছনের কি কারণ তা জানাতে চায়নি অভিযুক্ত।কারণ জানতে চাইলে সে মুখে বলতে পারবেনা বলে জানায়। লিখে জানাবে বলে।এমনকী মেয়েটি অপরিচিত বলে জানায় অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন। ধৃত কে আজ বর্ধমান আদালতে তোলা হয়।
প্রসঙ্গত, মেমারির দেবীপুর থেকে পরীক্ষা দিয়ে ফেরার পথে দেবীপুরের বেলতলা বাজার এলাকায় ওই কলেজছাত্রী মাকে আনার জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি এসে ছুরি দিয়ে তার কোমরে আঘাত করে। এলাকায় কেউ না থাকায় তৎক্ষণাৎ ওই যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর ফোন করে তার সহপাঠীকে ঘটনাটি জানালে, সহপাঠীর তৎপরতায় পরিবারের লোকও স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হওয়ায় বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।