পুবের কলম, ওয়েবডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে সিনিয়র পুলিশ কর্মকর্তার গাড়ি লক্ষ করে বোমা ছোঁড়ার ঘটনায় নিহত ৯ জন। গাড়িতে ছিলেন দেশটির পুলিশের কর্মকর্তা ফারহান মোহাম্মদ। তবে একটুর জন্য রক্ষা পেয়েছেন তিনি। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশের সিনিয়র পুলিশ কর্মকর্তা ফারহান মোহাম্মদের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। মোগাদিশু একটি ব্যস্ততম রাস্তায় এই ঘটনা ঘটে। এই ঘটনার দায় স্বীকার করেছে আল-শাবাব নামের একটি গোষ্ঠী। ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মোগাদিশু মদিনা হাসপাতালের ডা. মোহাম্মদ নূর। তবে তিনি জানিয়েছেন এই সংখ্যা আরও বাড়তে পারে।
সম্প্রতি শুক্রবার সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে জনাকীর্ণ চায়ের দোকানে আল-শাবাবের আত্মঘাতী হামলায় ১০ জন নিহত ও বহু মানুষ আহত হয়।
বছরের শুরুতে জানুয়ারি মাসে সামরিক প্রশিক্ষণ শিবিরের বাইরে একটি চেকপোস্ট লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় ১৫ জন নিহত হয়।