শুভজিৎ দেবনাথ,ডুয়ার্স: খেলা হবে! শব্দটা ইদানিং দেশ জুড়ে আট থেকে আশি সকলেই মুখেই জনপ্রিয়। বাংলার ২১ বিধানসভা নির্বাচনের তৃণমূলের অন্যতম একটি স্লোগান ছিলো এটি। রাজনৈতিক একটি স্লোগান যেভাবে সার্বজনীন হয়ে ওঠে, অনুষ্ঠান বাড়ি থেকে শুরু করে পূজা মন্ডপ সমস্ত জায়গাতেই এই গান শোনা যায়। এতটাই জনপ্রিয় হয়ে ওঠে দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও একাধিক জনসভায় এই শব্দ উচ্চারণ করতে দেখা যায়। নির্বাচনে বিপুল সংখ্যক আসন নিয়ে জয়ী হতেই ১৬ ই আগস্ট রাজ্যের ব্লকে ব্লকে খেলা হবে দিবস পালন করার জন্য ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এবারে খেলাবে দিবসে দ্বিতীয় বছর উপলক্ষে বিশেষ জলপাইগুড়ি জেলার সাঁকোয়াঝোড়া-১ গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূলের।
সব খেলার সেরা বাঙালির ফুটবল।এবারে ফুটবল প্রেমী বাঙালিদের আনন্দ দিতে আগামী ১৬ই আগস্ট খেলা হবে দিবসে ডুয়ার্সের গয়েরকাটা চা- বাগানেট টিন মহিলা ফুটবলারদের নিয়ে একটি একদিবসীয় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছেন তারা।
তৃণমূল সূত্রে জানানো হয়েছে, মোট আটটি দলের মহিলারা এই খেলায় অংশ নিতে ইচ্ছা প্রকাশ করেছেন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নামেই টিমের নাম করণ করা হয়েছে। যেমন – কন্যাশ্রী, রূপশ্রী , সবুজসাথী, খাদ্য সাথী, লক্ষীর ভান্ডার, মানবিক, চা – সুন্দরী, জল ধরো জল ভরো। এভাবেই নাম করণ করা হয়েছে।
চা – বাগানের এলাকায় যুব তৃণমূলের এই উদ্যোগ সকলেই খুশি হয়ে প্রতীক্ষার প্রহর গুনছেন।
সাঁকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূলের অঞ্চল সভাপতি বিরাজ লাকড়া জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা এবারও যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খেলা হবে দিবস পালন করতে চলেছি। এবারের বিশেষ আকর্ষণ মহিলারা পায়ে বল নিয়ে মাঠ কাপাবে। আটটি টিম তৈরি করা হয়েছে। শুধু সময়ের অপেক্ষা।