আইভি আদক, প্রীতম কোলে, হাওড়া: ডেঙ্গু নিয়ে পুর প্রশাসকমন্ডলীর ব্যর্থতার প্রতিবাদে এবং হাওড়ায় পুর নির্বাচনের দাবিতে বিজেপি যুবমোর্চার হাওড়া পুরসভা অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল। পুলিশের সঙ্গেও হয় ধস্তাধস্তি। আটক বেশ কয়েকজন বিক্ষোভকারী। অবিলম্বে হাওড়া পুরসভায় নির্বাচন করানোর দাবিতে এবং ডেঙ্গু নিয়ে পুর প্রশাসকমন্ডলীর ব্যর্থতার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে হাওড়া পুরসভা অভিযান কড়ে বিজেপি যুবমোর্চা।
বিভিন্ন ইস্যুতে কয়েক দফা দাবিতে এদিন হাওড়া পুরসভা অভিযানের ডাক দেয় সদর বিজেপি। নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই, খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, দলের জেলা সদরের সভাপতি মণিমোহন ভট্টাচার্য সহ অন্যান্যরা।
এদিন বিজেপি কর্মীরা মিছিল নিয়ে পুরসভার দিকে আসার চেষ্টা করতেই পুলিশ আগেভাগে ব্যারিকেড করে বিজেপির মিছিল আটকে দেয়। বাধা পেয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি বেধে যায়। চলে পুরসভার বিরুদ্ধে স্লোগান বিক্ষোভ। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে।