পুবের কলম, ওয়েবডেস্ক: তারাতলায় চলন্ত স্কুল বাসে আগুন। সোমবার হঠাৎ করে দুপুরের দিকে এই বাসটিতে আগুন ধরে যায়। বাসটি মাঝেরহাট ব্রিজ থেকে এসে তারাতলা ব্রিজে ওঠার সময় হঠাৎ করে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।
তবে বাসটিতে স্কুল পড়ুয়া বাসে ছিল না। বাসে থাকা চালক ও হেল্পপার তড়িঘড়ি বাস থেকে নেমে যায়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কোনও হতা-হতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অনুমান যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে এসেছে দমকলের একটি ইঞ্জিন। তারা অত্যন্ত দ্রুতগতিতে আগুন নেভানোর কাজ করছে।
ব্যস্ত সময়ে ব্রিজের ওপর বাসে আগুন লাগার ঘটনায় চারদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। স্কুল বাটির রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে।