পুবের কলম ওয়েবডেস্কঃ জাপানের নাগরিক শুতারো তাকাই একজন প্রাচীন থেরাপি বিশেষজ্ঞ। সম্প্রতি ‘আল্লাহু আকবর’ ধ্বনি শুনে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। জাপানের টোকিও শহরের বাসিন্দা এই ডাক্তার। তবে এখন তিনি পাকিস্তানের লাহোর শহরে বসবাস করতেন।
জাপানি চিকিৎসক শুতারো তাকাই ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করেছেন। ইসলামের চতুর্থ খলিফা আলি ইবনে আবু তালিব রা. এর নামের সাথে মিল রেখে ‘আলি’ রেখেছেন তার নাম। শুতারো একজন প্রাচীন জাপানি থেরাপি বিশেষজ্ঞ।
মূলত একজন পেশী ও গাঁটের চিকিৎসক তিনি। শুতারো বলেন, একবার তার কাঁধে অসহ্য ব্যথা ওঠে। এরপর তিনি জাপানে তাঁর পাকিস্তানি বন্ধু মাকসুদের সঙ্গে কথা বলে সৈয়দ বাবর বুখারির কথা জানতে পারেন। সেই বাবর বুখারি ফোনে শুতারোকে যন্ত্রণা থেকে মুক্তির জন্য পাঁচ মিনিট ধরে আল্লাহু আকবর বলতে বলেছিলেন। জানা যায়, আল্লাহু আকবর বলার পাঁচ মিনিটের মধ্যেই কাঁধ থেকে যন্ত্রণা উধাও হয়ে যায় শুতারোর। এই ঘটনার পর পরই পাকিস্তানে চলে এসে সৈয়দ বাবর বুখারির সাথে দেখা করেন জাপানি চিকিৎসক শুতারো। অবশেষে ইসলাম গ্রহণ করেন তিনি।