পুবের কলম ওয়েবডেস্কঃ টি-২০ বিশ্বকাপে ভারত আদৌ সেমিফাইনালে যেতে পারবে কিনা তার জন্য এখন সামনে রয়েছে বিস্তর অঙ্ক।
তবে পরপর আফগানিস্থান এবং স্কটল্যান্ড কে হারিয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ভারতীয় ড্রেসিংরুমে।এর পাশপাশি নেট রানরেট নিয়েও এখন স্বস্তিতে দল । এই আবহে শুক্রবার হইহই করে অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন পালিত হল ভারতীয় ড্রেসিংরুমে। সতীর্থরা কেকে মাখিয়ে একাকার করে দেন তাদের প্রিয় অধিনায়ককে।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কেকমাখা বিরাটের একটি ভিডিও ক্লিপ। যেটি আবার নিজের টাইমলাইনে শেয়ার করেছেন সূর্যকুমার যাদব। সেটি ট্যাগ করে দিয়েছেন ঈশানকিষাণ,ঋষভ পন্থ এবং বরুণ চক্রবর্তীকে।
এই তিনজনই যে বিরাটের মুখে কেক মাখানোর নেপথ্য কারিগর সেটা বোঝা যাচ্ছে। তবে ভারত অধিনায়ক খুশি হয়েছেন তিনি জন্মদিনে পাশে পেয়েছেন স্ত্রী অনুষ্কা এবং কন্যা ভামিকাকে।
বিরাট জানিয়েছেন দীর্ঘদিন বাড়ি যাওয়া হয়নি। তারপর জৈব বলয়ে থাকার চাপ । এইরকম সময়ে পরিবারের সদস্যদের পাশে পেলে তা একটা বাড়তি মাত্রা যোগ করে।
দলের সতীর্থরা তাদের অধিনায়ককে জন্মদিনের উপহার হিসেবে যে শুধু জয় উপহার দিয়েছেন তাই নয়, নেট রানরেটেও টপকে গিয়েছে গ্রুপের অন্যদুই দলকে। এখানেই শেষ নয় স্কটল্যান্ডের অধিনায়কের অনুরোধে তাদের ড্রেসিংরুমে গিয়ে স্কটিশ ক্রিকেটারদের সঙ্গে কথা বলে তাদের বুস্টাপও করেন। সঙ্গে ছিলেন রোহিত শর্মাও। বিরাটের এই মানসিকতাও প্রশংসিত হচ্ছে ।