কৌশিক সালুই, বীরভূম: জেলার উন্নয়নের হাল হকিকত নিয়ে দিশা কমিটির উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল বীরভূমের সিউড়িতে। বীরভূম সাংসদ শতাব্দী রায়ের পৌরহিত্যে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর সংসদ অসিত মাল, সিউড়ির বিধায়ক তথা সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, মুরারই বিধানসভার বিধায়ক মোশারফ হোসেন এবং জেলার একমাত্র বিরোধী বিধায়ক দুবরাজপুরের অনুপ সাহা, জেলাশাসক বিধান রায় সহ সমস্ত দফতরের আধিকারিকরা।
বর্তমান করোনা মহামারি পরিস্থিতি এবং সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনের ফলে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের অনেক কাজ কর্ম হয় বন্ধ হয়ে আছে না হয় ধীরগতিতে চলছে। একমাত্র স্বাস্থ্য দফতর ছাড়া পানীয় জল প্রকল্প, পরিকাঠামো উন্নয়ন, ১০০ দিনের কাজ, শিক্ষা ব্যবস্থা সহ সমস্ত দফতরের কাজকর্মের বর্তমান পরিস্থিতি নিয়ে এদিনের দিশা কমিটির (ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅর্ডিনেশন কমিটি) বৈঠকে পর্যালোচনা করা হল। এই পরিস্থিতির মধ্যেও কিভাবে সমস্ত ধরনের উন্নয়নমূলক কাজ কর্ম সঠিক গতিতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত সদস্যরা তাদের এলাকার বিভিন্ন কাজকর্ম পানীয় জল প্রকল্প, ১০০ দিনের কাজ, রাস্তাঘাট সেতু নির্মাণ, শৌচালয় নির্মাণ নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে তাদের দাবি-দাওয়া পেশ করেন।
জেলার একমাত্র বিরোধী বিধায়ক দুবরাজপুরের অনুপ সাহা বলেন,” বর্তমান পরিস্থিতি বা রাজ্য সরকারের অসহযোগিতা বিভিন্ন কারণে অনেক কাজকর্মের সমস্যা আছে। সেগুলো যাতে সঠিকভাবে হয় এবং সাধারন মানুষ যাতে কোন পরিষেবা থেকে বঞ্চিত না হয় তার জন্য এই দিনের বৈঠকে দাবি পেশ করেছি”। সাংসদ শতাব্দী রায় বলেন,” বর্তমান করোনা পরিস্থিতি এবং বিধানসভার নির্বাচনের জন্য এ কমিটি দীর্ঘদিন ধরে কোন বৈঠক করতে পারেনি। জেলার উন্নয়নের বিভিন্ন প্রকল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়াও নলহাটি থেকে মোড়গ্রাম পর্যন্ত জাতীয় সড়কের বেহাল অবস্থা তা নিয়ে পার্লামেন্টে জানাব এবং সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে কথা বলব সমস্যা সমাধানের জন্য”।