পুবের কলম, ওয়েবডেস্ক: স্থানীয় পরিচয় দিয়ে সিএবির বিভিন্ন ডিভিশনে খেলে বেড়ানো একঝাঁক ক্রিকেটারের আধার কার্ডে গরমিল খুঁজে পেল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)। এর আগে ভুয়ো আধার কার্ড বানিয়ে ভিন রাজ্যের ক্রিকেটারদের স্থানীয় ক্রিকেটার সেজে ময়দানে দাপিয়ে খেলে বেড়ানোর অভিযোগ বহু বার উঠেছে। এবার সেই সমস্ত ক্রিকেটারদের কুকীর্তি হাতেনাতে ধরা পড়ল। জানা গিয়েছে, অভিযুক্ত ক্রিকেটাররা সঠিক নথি না জমা দিলে তাদের বড় শাস্তির মুখেও পড়তে হবে। জানা গিয়েছে, বিভিন্ন ডিভিশনে খেলা প্রায় ৪০জন ক্রিকেটারের জমা করা আধার কার্ডে গরমিল খুঁজে পেয়েছে সিএবি। সরকারি পোর্টালে দেখা যাচ্ছে, ওই ৪০জন ক্রিকেটাররা অন্য রাজ্যের বাসিন্দা, অথচ স্থানীয় পরিচয় দিয়ে ময়দানে ক্রিকেট খেলে যাচ্ছে। সিএবি আগেই ঘোষণা করেছিল, ক্রিকেটে দুর্নীতি কোনও রকম ভাবে বরদাস্ত করা হবে না। নথি সংক্রান্ত কোনও রকম জালিয়াতি তারা বরদাস্ত করবে না। স্বাভাবিকভাবে সেই সব ক্রিকেটারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতে চলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।