পুবের কলম, ওয়েবডেস্কঃ পাকিস্তানের লাহোরে বোমা বিস্ফোরণ। ঘটনায় কমপক্ষে ৩ জনের প্রাণহানির খবর মিলেছে। আহত ৩০। হতা-হতের সংখ্যা বাড়ার আশঙ্কা। বৃহস্পতিবার একটি জনবহুল বাজার এলাকায় এই বিস্ফোরণ হয়। নিহতদের মধ্যে ৯ বছরের এক কিশোর রয়েছে।
পুলিশ আধিকারিক আরিফ রানা জানিয়েছেন, লাহোরের জনবহুল বাজার এলাকায় লাহোরের বিখ্যাত আনারকলি বাজারের পানমান্ডি এলাকায় এই বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়ে গিয়েছে বহু দোকানপাট। একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি দোকানের বাইরে রাখা মোটর সাইকেলে এই বিস্ফোরণ হয়। নিহতদের মধ্যে একটি নয় বছরের বালক রয়েছে।
পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের ফুটেজে এই সংবাদ মাধ্যম পরিবেশিত হয়েছে। বিস্ফোরণের পর পরই দাউ দাউ করে জ্বলে ওঠে বাজারের বিভিন্ন মোটর সাইকেল সহ আশেপাশের যানবাহন। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়।
লাহোর পুলিশের ডিআইজি অপারেশন আবিদ খান জানিয়েছেন, বিস্ফোরণের পর একটি ক্র্যাটার উদ্ধার হয়েছে। যার থেকে অনুমান করা হচ্ছে যে কোনও বোমা বিস্ফোরণের ফলেই এই ঘটনা ঘটে গিয়েছে। লাহোর পুলিশের টেকনিক্যাল টিম গোটা বিষয়টি দেখাশোনা করছেন। টেকনিক্যাল টিমের বিশ্লেষণের প্রেক্ষিতেই ঘটনার কিনারা করা যাবে বলে তিনি জানান।
দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে অবস্থিত একটি নবগঠিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়টার্সের একজন সাংবাদিককে পাঠানো একটি টেক্সট বার্তায় দায় স্বীকার করেছে।