পুবের কলম ওয়েব ডেস্ক: দুবাইয়ে কাজ করতে গেছিল শিবারাত্রি মল্লেশ, শিবারাত্রি রবী সহ মোট ৫ জন। এই ৫ জনই তেলেঙ্গানার রাজন্না সিরসিল্লার বাসিন্দা। ২০০৫ সালে দুবাইয়ে কাজ করার সময় নেপালের এক ব্যক্তির খুনের সঙ্গে নাম জড়ায় এই ৫ জনের। তদন্তের পর ২৫ বছর জেলের সাজা শোনানো হয় এই ৫ জনকে। শেষ পর্যন্ত সাজা মুকুব হওয়ায় ১৮ বছরের সাজা কাটিয়ে দেশে ফিরেছে তারা। পরিবারের সঙ্গে দেখা হওয়ার আবেগঘন ভিডিয়ো শেয়ার করা হয়েছে বিআরএস এর পক্ষ থেকে। বিআরএস সাজা মুকুবের সাফল্যের ভাগ দিচ্ছে সেখানকার প্রাক্তন মন্ত্রী কেটিআরকে। কারণ কেটিআর ২০১১ সালে নেপালে গিয়ে মৃতর পরিবারের সঙ্গে দেখা করেন। তাদেরকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেন। এরপর বিদেশমন্ত্রকের সাহায্য নিয়ে তিনি নিজে যোগাযোগ করেন দুবাইয়ের শাসক শেখ মুহম্মদ বিন রাশিদ আল মাকতাউম এর সঙ্গে। ক্ষমার জন্যে আবেদন জানান। তারপরই ক্ষমার আর্জি গ্রহণ করে ২৫ এর পরিবর্তে ১৮ বছর সাজা কাটার পর তাদেরকে জেলমুক্ত করে দুবাই প্রশাসন।