পুবের কলম ওয়েব ডেস্ক: আফগানিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে জনপ্রিয় একজন মডেল-সহ পাঁচজনকে আটক করা হয়েছে। ইসলামিক আমিরাত অফ আফগানিস্তানের গোয়েন্দা বিভাগের অভিযোগ, আটক ব্যক্তিরা হাসির ছলে কুরআন পাঠ করেছেন। আফগান সরকারের গোয়েন্দা বিভাগ ‘জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স’-এর পক্ষ থেকে বুধবার বলা হয়, পবিত্র কুরআন অবমাননার অভিযোগ ওঠায় তাদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে একজন হলেন আজমল হাকিকি, যিনি দেশটির একজন জনপ্রিয় মডেল হিসেবে পরিচিত। ধৃতদের মধ্যে আছে সাখি নামের আরেকজন মডেল। এই দু’জন ছাড়াও আরও তিনজনকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে আটক করা হয়েছে। আফগানিস্তানের গোয়েন্দা সূত্র জানায়, আজমল এবং সাখির বিরুদ্ধে কয়েক দিন আগে সোশ্যাল সাইটে মজা করে কুরআন পাঠ করার অভিযোগ উঠেছিল। পরে অবশ্য দু’জনেই ক্ষমা চেয়ে এক বিবৃতিতে জানান, পবিত্র কুরআন বা ইসলাম অবমাননার ইচ্ছা তাদের ছিল না। এরপরও যদি কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগে থাকে, তবে তারা ক্ষমাপ্রার্থী। উল্লেখ্য, আফগানিস্তানে ধর্ম অবমাননার অভিযোগ প্রমাতি হলে মৃত্যুদণ্ডের সাজা হতে পারে।