পুবের কলম ওয়েবডেস্কঃ একে করোনার প্রাদুর্ভাব তার ওপর প্রবল বৃষ্টিতে কার্যত জনজীবন বিপর্যস্ত মুম্বইয়ে। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে রবিবার সকালে প্রবল বর্ষণের জেরে চেম্বুরে একটি পাঁচিল ধ্বসে পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের।
এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ মুম্বইয়ের চেম্বুর এলাকায় পাঁচিল ভেঙে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। একটি গাছ পড়ে গিয়ে বাড়ির দেওয়ালটি ভেঙে দেয় বলে জাননো হয়েছে বিএমসি-র তরফে। ঘটনায় আরও দুই জন আহত হয়েছে। ভিকরোলিতে অপর এক ঘটনায় আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইবাসীর সাহায্যে টোল ফ্রি নম্বর টুইট করেছেন রাজ্যের মন্ত্রী তথা শিবসেনা নেতা আদিত্য ঠাকরে।
গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে জানিয়েছেন গভীর সমবেদনা, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।পাশাপাশি প্রধানমন্ত্রীর জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে মৃতদের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল যৌথ ভাবে পাঁচিলের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার কাজ চালাচ্ছে। জানা গিয়েছে, গতরাত ১২টা থেকে ভোর রাত ৩টে পর্যন্ত প্রবল বর্ষণ হয় মুম্বইয়ের বিভিন্ন জায়গায়। আদিত্য ঠাকরে টুইট করে জানান, সান্তাক্রুজে ১৮১ মিলিমিটার, কোলাবায় ১৬৮.৫ মিলিমিটার, মহালক্ষ্মীতে ১৫০ মিলিমিটার, বান্দ্রায় ১৯১ মিলিমিটার, জুহুতে ১৭৭.৫ মিলিমিটার, রাম মন্দিরে ১৫০ মিলিমিটার, মীরা রোডে ১৩৫.৫ মিলিমিটার, দহিসারে ১৯৬.৫ মিলিমিটার এবং ভয়ন্দরে ১২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।