পুবের কলম, ওয়েবডেস্ক : কেরলের মালাপ্পুরমে ভয়াবহ নৌকাডুবিতে ২২ জনের নিথর দেহ উদ্ধার হয়েছে। রবিবার কেরলের মালাপ্পুরমের তানুরের কাছে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে ডুবে যায় পর্যটক ভর্তি একটি নৌকা। নৌকাডুবির ঘটনায় গাফিলতির অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। জানা গেছে, যাত্রীদের কোনও নিরাপত্তার ব্যবস্থা ছিল না। লাইফ জ্যাকেটও দেওয়া হয়নি তাদের।
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, নৌকাডুবির ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী তার সমস্ত কর্মসূচি বাতিল করে মালাপ্পুরম জেলার তিরুরাঙ্গাদির তালুক হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন।
মাল্লাপ্পুরমের ডিজি ভি আর প্রেমকুমার জানিয়েছেন, ‘উদ্ধারকাজে আছেন নৌবাহিনীর কর্মীরা। নৌকাডুবিতে ২২ জনের মৃত্যু হয়েছে। পাঁচজন মানুষ কোনও রকমে সাঁতরে পারে উঠে নিজের প্রাণ বাঁচান। ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুর রহমানের সঙ্গে পর্যটনমন্ত্রী পিএ মুহাম্মদ রিয়াস একযোগে উদ্ধার কাজে নজরদারি রেখেছেন। মন্ত্রীদ্বয় জানিয়েছেন, নিহতদের মধ্যে বেশিরভাগ শিশুই স্কুল ছুটির সময় নৌকাভ্রমণে বাবা-মায়ের সঙ্গে এসেছিল।
জেলা প্রশাসন সূত্রে খবর, নৌকাডুবির ঘটনায় ২২ জনের দেহ উদ্ধার হয়েছে। অনেককে জীবিত উদ্ধার করা হয়েছে। মন্ত্রী ভি আবদুর রহমান জানিয়েছেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। নৌকার নীচে বহু মানুষ আটকে গেছে বলে মনে করা হচ্ছে। তাদের উদ্ধারের জন্য দমকল ও স্বেচ্ছাসেবী বাহিনী লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। মোদি এক ট্যুইটে বলেন, ‘কেরলের মালাপ্পুরমের ঘটনাটি খুবই দুঃখজনক। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে’।
রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, নৌকাডুবির ঘটনায় মালাপ্পুরম জেলা কালেক্টরককে দ্রুত উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।