মুহাম্মদ রাকিব, হাওড়াঃ মঙ্গলবার সকালে উলুবেড়িয়া পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে ১৭ টিভ্রূণ উদ্ধার হয়। স্থানীয় কাগজ কুড়ানিরা কাগজ কুড়োতে গিয়েই এই ভ্রুন গুলি দেখতে পায়। খবর পেয়ে উলুবেড়িয়া পুরসভার কর্তারা, মহকুমা হাসপাতালের স্বাস্থ্য দপ্তরের কর্মীরা আসেন।
ঘোটনাস্থলে উলুবেড়িয়া থানার পুলিশ আসলে ভ্রুনগুলিকে ময়নাতদন্তে পাঠানো হয়। উলুবেড়িয়া এলাকার নার্সিংহোম গুলোই এই ধরনের কাজের সাথে যুক্ত বলে করছে স্থানীয়রা। কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় উলুবেড়িয়া পৌরসভা।
ভ্রুন গুলি উদ্ধারের পরে এলাকার বাসিন্দারা ক্ষেপে যান। তারা বিক্ষোভ দেখাতে থাকে পুরসভার কর্তাদেরকে ঘিরে। অভিযোগ উলুবেরিয়া পুরসভার এক শ্রেনীর কর্মীদের যোগসাজশ রয়েছে। এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে।
উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান বলেন এই ধরনের ঘটনা, কোন নার্সিংহোমের পক্ষ থেকে ফেলা হয়েছে। মনে হচ্ছে প্যাকেটে করে ফেলে দেওয়া হয়েছে। একটি তদন্ত কমিটি করা হয়েছে আগামী সোমবার বৈঠকে বসা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
সাধারণভাবে মৃত ভ্রুন গুলোকে নার্সিংহোম কর্তৃপক্ষ কোথাও মাটি খুঁড়ে পুতে দেয়। এবারে হতে পারে কেউ কেউ সেটা না করে প্যাকেটের মধ্যে ভরে এই ভ্রুন গুলোকে রেখে দেয়। তা পুরসভার কর্মীরা না জেনে নিয়ে চলে এসেছে। যে নার্সিং কর্তৃপক্ষ এমনটা করেছে খুবই খারাপ কাজ করেছে।
তবে নজর দারির অভাবের অভিযোগ উঠেছে উলুবেড়িয়া পুরসভার বিরুদ্ধেও।