পুবের কলম ওয়েবডেস্কঃ যে দেশের বাতাসে সর্বদা বারুদের গন্ধ, বেঁচে থাকার কঠিন লড়াই লড়তে হয় প্রতিটা মুহূর্তে। সেখান থেকে স্বপ্নের উড়ানে বিশ্ব ক্রীড়ার সেরা মঞ্চ টোকিও অলিম্পিকে পৌঁছে গিয়েছে সিরিয়ার কিশোরী হেন্ড জাজা। টোকিও অলিম্পিকের সর্ব কনিষ্ঠ খেলোয়াড় এই ১২ বছরের কিশোরী।
অলিম্পিকে টেবিল টেনিস লড়াইয়ে দেখা যাবে এ কিশোরিকে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে জাজা এ বিশ্ব আসরে যাওয়ার টিকিট পান। তখন তিনি এশিয়ার কোয়ালিফায়িং স্টেজে লেবাননের ৪২ বছর বয়সী মারিয়ানা সাহাকিয়ানকে।
চার ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট জাজা মাত্র ৫ বছর বয়সে হাতে টেবিল টেনিস র্যাকেট তুলে নেন। এর ছয় বছর পর পশ্চিম এশিয়ার অলিম্পিক বাছাই পর্বে অংশ নেন জাজা।
যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়ায় নিজের ঘর বাড়ি ধ্বংস হতে দেখেছেন জাজা। তবুও নিজেকে থামান নি, সংগ্রাম চালিয়ে গিয়েছেন। অলিম্পিকে খেলার স্বপ্ন পূরণ করেছেন হেন্ড জাজা। এবার অলিম্পিকে অংশ নিয়েই থামতে চান না হেন্ড জাজা। সিরিয়ার মানুষের জন্য পদক জিততে চান। হাসি ফেরাতে চান সিরিয়ার সাধারণ মানুষের মুখে।