পুবের কলম, ওয়েব ডেস্কঃ ফের বুলডোজার সংস্কৃতির সংস্কৃতির পুনরাবৃত্তি। বিজেপি শাসিত রাজ্যে গুঁড়িয়ে দেওয়া হল ১১টি বাড়ি। অভিযোগ, বাড়িতে রাখা আছে গরুর মাংস । গোপন সূত্রে এই খবর পেয়ে অতি সক্রিয় হয়ে ওঠে পুলিশ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত মান্দলায়।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, নইনপুরের ভাইওয়াহি এলাকায় জবাই করার জন্য প্রচুর সংখ্যক গরু বন্দি করে রাখা হয়েছে। এই খবর পেয়ে অভিযান শুরু করে পুলিশ। বুলডোজার দিয়ে মাটিয়ে মিশিয়ে দেওয়া হয় এগারোটি বাসগৃহ। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত বাকি দশজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ভেঙে ফেলা বাড়ি গুলি সরকারি জমিতে নির্মিত ছিল বলে জানা গেছে।
মান্ডালার পুলিশ সুপার রজত সাকলেচা জানান, ‘আমরা অভিযুক্তদের বাড়ির আঙিনায় ১৫০টি গরু বাঁধা অবস্থায় দেখতে পাই। বাড়ির ফ্রিজ থেকে উদ্ধার হয়েছে মাংস। একটি ঘর থেকে উদ্ধার হয় পশুর চর্বি, চামড়া এবং হাড়।’ পুলিশ সুপার বলেন, ‘স্থানীয় পশু চিকিৎসক জানিয়েছেন উদ্ধার হওয়া মাংস গুরুর। তবে নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ পরীক্ষা করতে নমুনা পাঠান হয়েছে হায়দরাবাদে।’ পাশাপাশি পুলিশ নিশ্চিত করেন অভিযুক্তরা সকলেই ধর্ম পরিচয়ে মুসলমান।
উল্লেখ্য, মধ্যপ্রদেশে প্রকাশ্যে মাছ-মাংস, ডিম বিক্রি নিষিদ্ধ। পাশাপাশি ২০১২ সালেই গো-হত্যা প্রতিরোধ আইন কঠোর করা হয়েছে রাজ্যে। গরুর মাংস কেনা-বেচা নিষিদ্ধ। যদি কেউ গো-হত্যায় অভিযুক্ত হয়, তবে ৭ বছর পর্যন্ত সাজা হতে পারে।