পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: মন্দিরের চুরি হওয়া প্রাচীন পিতলের মূর্তি সহ গ্রেফতার হল ১ দুষ্কৃতী । মন্দিরের চুরির এক ঘণ্টার মধ্যে কিনারা করল পুলিশ। উদ্ধার হল প্রচুর মূর্তি ও পূজার সামগ্রী। বসিরহাটের মাটিয়া থানার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের চাঁপাপুকুর অদ্বৈত আশ্রমের ঘটনা।
মঙ্গলবার ভোররাতে চুরি হয় প্রাচীন দুটো পিতলের মূর্তি, সেইসঙ্গে ব্রিটিশ আমলের ঘন্টা, কাসর সহ পুজোর সামগ্রি। চুরি করেছিল এক দুষ্কৃতী। এই খবর পৌঁছাতে মাটিয়া থানার পুলিশ আধিকারিক তাপস ঘোষের কাছে এক ঘণ্টার মধ্যে এই চুরির কিনারা করল পুলিশ।
বিশেষ একটি পুলিশদের দল নিয়ে চাঁপাপুকুর এলাকায় বিভিন্ন জায়গায় তল্লাশি করতে গিয়ে জানা যায় রুহুল আমিন নামে এক দুষ্কৃতী এই চুরির ঘটনার মূল পান্ডা। বাড়ি সিতুলিয়া গ্রামে। সেখান থেকে দুষ্কৃতিকে হাতেনাতে গ্রেফতার করে। ও তার বাড়ি থেকে মন্দিরের চুরি যাওয়া মূর্তি ও পূজার সামগ্রী উদ্ধার করে। তারপর অদ্বৈত আশ্রম এর কর্তৃপক্ষকে ঢেকে তাদের চুরিয়া সামগ্রী ফেরত দিয়ে দেয়। ধৃত দুষ্কৃতীকে এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।